২৩ শে জুলাই, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে সরকারের প্রথম বাজেট পেশ করেছেন। সেই বাজেট সম্পর্কে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন - এই বাজেট কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণের বাজেট । বাস্তবিকই তাই হলে ভারতবাসী হিসেবে আনন্দের শেষ থাকত না। কিন্তু আদপে কি তা হয়েছে? যদি তা হতো, তাহলে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে এবং দারিদ্র্য দূরীকরণে সহায়ক, দেশের সবচেয়ে বড় সামাজিক প্রকল্প মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা, যাকে চলতি কথায় আমরা ১০০ দিনের কাজ বলে থাকি – প্রকল্পটিকে এই বাজেটে অনেকটাই গুরুত্বহীন হয়ে করে দেওয়া হয়েছে কেন?
by দেবাশিস মিথিয়া | 02 August, 2024 | 756 | Tags : NREGA Budget 2024 Nirmala Sitaraman